পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

২৫ আগস্ট, ২০২২, ১ year আগে

পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন আজ জেলাধীন পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পরিচিতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার বলেন, যানযটমুক্ত রেখে সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে করণীয় বিষয়ে জেলার মোটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এবং পরিবহন মালিক ও জেলা পুলিশ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

চুয়াডাঙ্গা শহর যানযটমুক্ত রাখা, শহরে যত্রতত্র অবৈধ পার্কিং, ব্যাটারিচালিত ইজিবাইক/অটোরিক্সার দৌড়াত্ম্য, থ্রি-হুইলার চলাচলসহ মনুষ্য সৃষ্ট যানজট পুলিশ ও পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দরা কঠোর হাতে সমাধানের সিদ্ধান্ত নেয়।

সভায় উপস্থিত জেলা মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দরা সার্বিকভাবে জেলা পুলিশকে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় এবং চুয়াডাঙ্গা জেলাকে যানযটমুক্ত রাখতে জেলা পুলিশের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান নেতৃবৃন্দরা।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

পত্রিকাএকাত্তর /তারিকুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news