বাগেরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়

উপজেলা প্রতিনিধি | মোল্লাহাট, ফকিরহাট

উপজেলা প্রতিনিধি | মোল্লাহাট, ফকিরহাট

১৯ আগস্ট, ২০২২, ১ year আগে

বাগেরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়

বাগেরহাটের মোল্লহাটের কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে যথাযথ ভাবে শ্রী কৃষ্ণের জন্ম অষ্টমী পালিত হয়। উক্ত অনুষ্ঠানে অধিবাস অনুষ্ঠিত হয় শুক্রবার সকাল ১১ টায়। মন্দিরের পূজারী সঞ্জয় সমাদ্দার জানায় হিন্দু পঞ্জিকামতে, সৌরভাদ্রমাসের কৃষ্ণপক্ষেরঅষ্টমীতিথিতেযখনরোহিণীনক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়।

উৎসবটিগ্রেগরিয়ান ক্যালেন্ডারঅনুসারে, প্রতি বছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে।কৃষ্ণের জীবনের সাংস্কৃতিক কর্মকাণ্ড (গান বা কীর্তন, গীতিনাট্য, নাট্য, যাত্রা ইত্যাদি) এর মাধ্যমেরাসলীলা, কংস বধ ইত্যাদি কর্মকাণ্ড উপস্থাপন করা হয়।

মথুরা,বৃন্দাবন,মণিপুরইত্যাদি স্থানে এই অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরের সাথে করা হয়।রাস লীলায়য়য় কৃষ্ণের ছোট বয়সের কর্ম-কাণ্ড দেখানো হয়, অন্যদিকে,দহি হাণ্ডিপ্রথায় কৃষ্ণের দুষ্টু স্বভাব প্রতিফলিত করা হয় যেখানে কয়েকজন শিশু মিলে উচ্চস্থানে বেঁধে রাখা মাখনের হাড়ি ভাঙতে চেষ্টা করে।

এই পরম্পরাকে তামিলনাডুতেউরিয়াদিনামে পালন করা হয়। কৃষ্ণের জন্ম হাওয়ায় নন্দের সকলকে উপহার বিতরণের কাহিনী উদ্‌যাপন করতে কৃষ্ণ জন্মাষ্টমীর পর বহু স্থানেনন্দোৎসবপালন করা হয়। তিনি অারো জানান শ্রী কৃষ্ণের জন্ম অষ্টমী শেষে সকল ভক্তদের জন্য প্রসাধের ব্যাবস্থা করা হয়েছে।

এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন প্রনয় বিশ্বাস ও উপস্থিত ছিলেন মোল্লাহাটে শ্রী শ্রী কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি অতিন্দ্রনাথ বিশ্বাস( কালু) সাধারন সম্পাদক অচিন্ত সমাদ্দার ও কোষাধ্যক্ষ তাপস বিশ্বাস ও উপস্থিত ছিল সকল ভক্তত বৃন্দ।

পত্রিকাএকাত্তর /সৌরভ কুমার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news