বোমা হামলার প্রতিবাদে মুরাদ হাসানের পক্ষে বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী

১৭ আগস্ট, ২০২২, ১ year আগে

বোমা হামলার প্রতিবাদে মুরাদ হাসানের পক্ষে বিক্ষোভ মিছিল

২০০৫ সালের ১৭ আগস্ট বেলা প্রায় ১১টায় ঢাকা সহ সাড়া দেশের ৩০০টি স্থানে ৫০০ বোমা হামলা করা হয়। আধ ঘণ্টার ব্যবধানে চালানো এ সিরিজ বোমা হামলায় দু'জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন। ৬৪ জেলার মধ্যে মুন্সীগঞ্জ জেলা বাদে অবশিষ্ট ৬৩টি জেলায় এই হামলা করা হয়।

এর প্রতিবাদে ১৪১ -জামালপুর ৪ -সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা: মুরাদ হাসান এর পক্ষ থেকে কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে শিমলা বাজার বাস স্ট্যান্ড হয়ে শিমলা বাজার বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশ করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে শিমলা বাজার বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা যুবলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ভিপি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, শহর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, পৌর কাউন্সিলর সুরুজ্জামান, সরিষাবাড়ী কলেজ ছাত্র সংসদের জিএস রাজন আহমেদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শরীফ আহমেদ নীরব, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সেলিম আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

এ ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা ও পৌর মেয়র মনির উদ্দিন এর নেতৃত্বে দলীয় কার্যালয় হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরাম নগর বাজার জিগা প্লাজার সামনে অপর আর একটি প্রতিবাদ মিছিল ও সভা সমাবেশ অনুষ্ঠিত হয়।

পত্রিকাএকাত্তর /সিহাব উদ্দিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news