সুন্দরগঞ্জে ছাদ বাগান উদ্বোধনে জেলা প্রশাসক

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ

১২ আগস্ট, ২০২২, ১ year আগে

সুন্দরগঞ্জে ছাদ বাগান উদ্বোধনে জেলা প্রশাসক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি অফিসে ছাদ বাগান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান উপজেলা কৃষি অফিসের ছাদে বিভিন্ন প্রজাতের ফলদ গাছের চারা রোপন করে বাগানের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, সহকারি কমিশনার ভুমি মাহমুদ আল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহ, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান।

উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ফজলুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, এসএপিপিও সাদেক হোসেন, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ প্রমূখ।

কৃষি প্রযুক্তি সেন্টারের উৎপাদিত ফলদ বৃক্ষের চারা রোপন করা হয়। উপজেলা কৃষি বিভাগ আশাবাদি এই ছাদ বাগান হতে উৎপাদিত ফলমুল উপজেলার বিভিন্ন দপ্তরের চাহিদা মেটানোর পর বাজারজাত করা যাবে। এভাবে যদি ভবন মালিকরা ছাদ বাগান আগ্রহী হয়ে উঠে তাহলে দেশীয় ফলমুলের চাহিদা অনেকটা মেটানো সম্ভব।

পত্রিকাএকাত্তর /হযরত বেল্লাল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news