ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

৭ আগস্ট, ২০২২, ১ year আগে

ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ

গতকাল রবিবার ৭ আগষ্ট সকাল সাড়ে ৯ টায় বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিস অডিটোরিয়াম কার্যালয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গনতন্ত্র, সুশাসন ও নারীর ক্ষমতায়ন বিষয় ৩ দিন ব্যাপি এডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃমাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়,যুব উন্নয়ন অফিসার আবু বক্কর সিদ্দিক, ই.এল.এম.সি প্রযেক্টের খুলনা ডিভিশনাল ফ্যাসিলিটেটর মোঃ জহির উদ্দিন,খুলনা ডিভিশনাল এসিস্ট্যান্ট ফ্যাসিলিটিটর মোঃ রিয়াজ মোর্শেদ।

উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি ও বটিয়াঘাটা প্রেস ক্লাবের সভাপতি মোঃ এনায়েত আলী বিশ্বাস, এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়, মোঃকামরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা, সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল হামিদ দৈনিক ইত্তেফাক ও দৈনিক জন্মভূমি, বটিয়াঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মহিদুল ইসলাম শাহীন।

বুলু রানী গাঙ্গুলি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সমাজ সেবিকা, মোঃ আসাদুজ্জামান উজ্জল সহ সভাপতি বটিয়াঘাটা প্রেস ক্লাব, মোঃসোহরাব হোসেন মুন্সী সহ সম্পাদক বটিয়াঘাটা প্রেস ক্লাব, মোঃতরিকুল ইসলাম কোষাধ্যক্ষ বটিয়াঘাটা প্রেস ক্লাব, সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক মোঃ আলামিন গোলদার, মহুয়া মহিলা বিসয়ক অধিদপ্তর।

এসময় অন্যন্যদের মধে উপস্থিত ছিলেন, আশালতা রায়, মমতা, পরিনীতা, জয়দেব, অমর, মিতালি সহ অন্যন্য প্রশিক্ষণার্থীরা। সভার শুরুতে প্রধান অতিথি তিন দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করেন। পরে মানবাধিকার, গনতন্ত্র, সুশাসন ও নারীর ক্ষমতায়ন বিষয় অতিথিবৃন্দ প্রশিক্ষণ দেন।

পত্রিকাএকাত্তর /আক্তারুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news