মহান স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ সম্পর্কে জানার লক্ষ্যে ‘অসমাপ্ত আত্নজীবনী’ গ্রন্থের উপর ‘বই পড়া’ প্রতিযোগিতার আয়োজন করেন আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
উক্ত বই পড়া প্রতিযোগিতায় কনস্টেবল হতে সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার ও ফোর্স অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে সেরা ০৬ জনকে নির্বাচিত করা হয়। ২৩.১০.২২ সকাল ১২:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে বিজয়ী পুলিশ সদস্যদের ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (এডমিন), আরআই পুলিশ লাইন্স, ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্স।
পত্রিকা একাত্তর / তারিকুর রহমান