গোমস্তাপুরকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে

স্টাফ রিপোর্টার, গোমস্তাপুর

৪ আগস্ট, ২০২২, ১ year আগে

গোমস্তাপুরকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সকল ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণি) পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া যাচাই এবং গোমস্তাপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২-০০ টায় (৪ আগষ্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ যৌথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।

বক্তব্য রাখেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা ‌মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সাংবাদিক ইয়াহিয়া খান রুবেল প্রমুখ।

এছাড়াও মোবাইল ফোনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ হুমায়ুন রেজা।

উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন তার বক্তব্যে বলেন ইতিপূর্বে ৬৫৮ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি বরাদ্দ দেয়া হয়েছে। বর্তমানে তালিকা যাচাই-বাছাই চলছে, অতি শীঘ্রই তালিকা চূড়ান্ত করে ভূমিহীন ও গ্রহহীন পরিবারের মাঝে বাড়ীগুলো হস্তান্তর করা হবে।

পত্রিকাএকাত্তর/ ইয়াহিয়া খান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news