দিনাজপুরের বিরামপুর উপজেলায় পুলিশিং সেবা ত্বরান্বিত করার উদ্দেশ্যে গাড়ির চাবি হস্তান্তর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্ররার(২১শে অক্টোবর) শুক্রবার বিকেলে বিরামপুর থানার আয়োজনে থানা চত্বরে পুলিশিং সেবা ত্বরান্বিত করতে ওসি সুমন কুমার মহন্তের সভাপতিত্বে উপ-পরিদর্শক এরশাদ মিঞার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য জনাব শিবলী সাদিক এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুরের পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ পিপিএম,সহকারী পুলিশ সুপার আসলাম উদ্দিন, সহকারি পুলিশ সুপার মমিনুল করিম, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিরামপুর নবাবগঞ্জ এর সিনিয়ার সহকারী সার্কেল এ কে এম ওহেদুন্নবী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণের সেবা দোড়গোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর, তারই ধারাবাহিকতায় বিরামপুর থানায় একটি নতুন গাড়ি হস্তান্তর করা হয়েছে, পুলিশ যেন যথাসময়ে জনগণের সেবা দিতে পারে।
এসময় সুধীজনসহ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর / এবিএম মুছা