সেনা জোনের উদ্যোগে মুরুং মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, বান্দরবান

১১ জুলাই, ২০২২, ১ year আগে

সেনা জোনের উদ্যোগে মুরুং মতবিনিময় সভা

বান্দরবানের আলীকদম উপজেলায় আলীকদম সেনা জোনের উদ্যোগে মুরং সম্মেলন ও মতবিনিময় সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার ১১ই জুলাই সকাল ১০টায় আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সেনা জোনের উদ্যোগে মুরুং সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আলীকদম সেনা জোনের বিদায়ী ও নবাগত জোন কমান্ডার এবং লামা ও আলীকদম উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিরা

সম্মেলনে আত্মসমর্পনকারী মুরং যোদ্ধা, মুরুং ছাত্র ছাত্রী, মুরুং ভিডিপি ও সাধারন মুরুং সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন, আত্মসমর্পণকারী মুরুং যোদ্ধা-দের পক্ষে এক বক্তব্যে বাহিনীর কমান্ডার মেরুম মুরুং বলেন,সরকারের ভরশায় আমরা বিপথগামী রাস্তা ছেড়ে আত্মসমর্পণ করেছি, আমাদের কথা দেয়া হয়েছিলো আমাদের বিরুদ্ধে করা মামলাগুলো তুলে নেবে।

কিন্তু কোনো মামলা তুলে নেয়া হয়নি, এখন বিভিন্ন সময় পুলিশ আমাদের হয়রানি করে, আমাদের অনেক ভাই এখনো জেলে আছে, অনেকে জামিন পেলেও কোর্টে নিয়মিত হাজিরার হয়রানি এবং অর্থাভাবে বিষ খেয়ে আত্মহত্যা করেছে।

কমান্ডার মেরুম মুরুং তাদের বিরুদ্ধে করা মামলাগুলো তুলে নিয়ে এই সমাজে সুন্দর ভাবে বাঁচার সুযোগ করে দেয়ার জন্য সেনা জোন কমান্ডার ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের অনুরোধ জানান। মুরুং ভিডিপি কমান্ডার মেনডন ম্রো , মুরুং ভিডিপি-দের ভাতা বাড়ানোর আবেদন জানান।

বিদায়ী সেনা জোন কমান্ডার মঞ্জুরুল হাসান পিএসসি তার বক্তব্যে বলেন, আত্মসমর্পণকারী যোদ্ধাদের মামলাটি বর্তমানে স্বরাষ্ট্র-মন্ত্রনালয়ের অধীনে রয়েছে, মামলাটি নিষ্পত্তির বিষয়ে আলোচনা চলমান। বিষয়টি নিয়ে মন্ত্রী পর্যায়ে সমাধানের চেষ্টা চলছে।

অনুষ্ঠানে আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম তার বক্তব্যে মুরুং আত্মসমর্পণকারী যোদ্ধাদের জন্য সরকারের পক্ষ থেকে অনুদান ও মুরং ভিডিপিদের ভাতা বৃদ্ধি সহ তাদের দ্বারা অত্রাঞ্চলের উপকারের বিশদ আলোচনা করেন।

এতে লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান ও লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, আলীকদম মুরুং কল্যাণ ছাত্রাবাসের পরিচালক ও মুরং নেতা ইয়ংলক মুরুং বক্তব্য রাখেন।অনুষ্ঠানের শেষে মুরং সম্প্রদায়ের লোকজনের মাঝে খেলনা, ব্যাগ ও কাপড় সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী এবং খাবার বিতরন করেন অতিথীবৃন্দ।

পত্রিকাএকাত্তর /জমির উদ্দিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news