সুন্দরগঞ্জে মাদক দ্রব্য রোধকল্পে কর্মশালা

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ

৬ জুলাই, ২০২২, ১ year আগে

সুন্দরগঞ্জে মাদক দ্রব্য রোধকল্পে কর্মশালা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবাহী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফরুজা বারী।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার বেলাল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম হারুন-উর রশীদ, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার, পুলিশ পরিদর্শক তদন্ত এম এ আজিজ, গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকমান হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান মিঞা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক আহসান হাবীব সরকার, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি হাফেজ মাওলানা ওমর ফারুক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিমাই ভট্টাচার্য্য, চরকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসী, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ।

কর্মশালার শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। পরে কর্ম পরিকল্পনা প্রনয়নের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন বক্তাগণ।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, রাজনৈকিত নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী, ধমীয় নেতা, স্কাউট সদস্যসহ কমপক্ষে ২০০ জন সদস্য উপস্থিত ছিলেন।

পত্রিকাএকাত্তর /হযরত বেল্লাল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news