পূবালী ব্যাংকের ডোমার উপ-শাখা’র উদ্বোধন অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৬ জুলাই, ২০২২, ১ year আগে

পূবালী ব্যাংকের ডোমার উপ-শাখা’র উদ্বোধন অনুষ্ঠিত
উদ্বোধনকালে তোলা ছবি

বাংলাদেশের স্বায়ত্বশাসিতবাণিজ্যিক ব্যাংকগুলোরমধ্যে অন্যতম ‘পূবালী ব্যাংক লিমিটেড’ এর ৭৪তম উপ-শাখা নীলফামারীর ডোমার উপ-শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ই জুলাই) সকাল ১১টায় ডোমার বাজার জননী প্লাজায় উপ-শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পূবালী ব্যাংক লিমিটেডের রংপুর অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. সাজিদুর রহমান। এতে সভাপতিত্ব করেন—পূবালী ব্যাংক লিমিটেডের নীলফামারী শাখার ব্যবস্থাপক মো. মঈন উদ্দিন।

আজহারুল ইসলাম’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আখতারুজ্জামান সুমন, ডোমার ভিটি বীজ আলু উৎপাদন খামারের পরিচালক আবু তালেব, নীলফামারী চেম্বার অব কমার্সের সভাপতি শফিকুল ইসলাম ডাবলু, ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মো. সাজিদুর রহমান জেলা ও উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে ফিতা কেটে উপ-শাখাটির উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. সাজিদুর রহমান বলেন, “১৯৫৯ সালে একজন বাঙালি উদ্যোক্তার মাধ্যমে পূবালী ব্যাংকের সূচনা হওয়ার পর থেকে গ্রাহক সেবায় ব্যাংকটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ ব্যাংকের তালিকায় টেকসই ব্যাংকগুলোর মধ্যে পূবালী ব্যাংক অন্যতম।

সারা দেশে ব্যাংকের ৪৯১টি শাখা রয়েছে। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আমাদের দেশে সবচেয়ে বেশি শাখা রয়েছে। ব্যাংকটিতে ব্যবসায়ী, ঠিকাদারদের পাশাপাশি নিম্ন আয়ের লোকদের জন্য কমপক্ষে ১০০টাকা জমা দেওয়ার সুবিধা রয়েছে। তাছাড়া গ্রাহকদের জন্য সহজ ঋণ সুবিধা রয়েছে।”

পূবালী ব্যাংকের ডোমার উপ-শাখার ব্যবস্থাপক মোঃ আকবর হোসেন বলেন, “ব্যাংকটি আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ডোমারে যাত্রা শুরু করেছে। সর্বোচ্চ পর্যায়ের সেবার মাধ্যমে আমরা ব্যাংকের সুনাম বৃদ্ধির পাশাপাশি জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করব।”

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news