বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলালকে সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৫ জুলাই, ২০২২, ১ year আগে

বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলালকে সংবর্ধনা

উত্তর জনপদের ষাট দশকের সংগ্রামী ছাত্রনেতা, নীলফামারী সরকারী কলেজের সাবেক ভিপি, সামরিক আইন বিরোধী আন্দোলনে কারা বরণকারী ছাত্রনেতা, মানবিক সাহায্য সংস্থা ‘আইমান-আয়স-ইতিকা’ এর পরিচালক ও নীলফামারী জেলা কমিউনিস্ট আন্দোলনের অগ্রনায়ক জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলালকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৪ঠা জুলাই) সন্ধ্যায় ডোমার উপজেলার বামুনিয়া কাচারী হাট এলাকায় ইউনিয়নের সর্বস্তরের জনগণ কর্তৃক নীলফামারী জেলা কমিউনিস্ট পার্টির সার্বিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ও নৈশভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কমিউনিস্ট পার্টির নীলফামারী জেলা সভাপতি কমরেড আতিয়ার রহমান। এতে সভাপতিত্ব করেন—কমরেড অধীর চন্দ্র রায়।

কমরেড প্রিন্স চাকলাদার’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক এডভোকেট কমরেড তরণী মোহন রায়। এছাড়া কমরেড রফিকুল ইসলাম, কমরেড রাজেন চন্দ্র রায়, কমরেড ভবেন চন্দ্র রায়, কমরেড মোজাম্মেল হক, কমরেড সিতারাম রায় সহ ডোমার উপজেলা শাখা কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন—মানবিক সাহায্য সংস্থা ‘আইমান-আরস-ইতিকা’ এর পরিচালক রোকসানা রহমান বেবী, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, মোস্তাকিন রোমেল, ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মমিনুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলালকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে তার জীবনের আন্দোলন-সংগ্রাম এবং মানবিক সাহায্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু বলেন, “যে দেশে গুণীজনদের সম্মান করা হয় না সে দেশে গুণীজন জন্মায় না। যুগে যুগে সৃষ্টিকর্তা অনেক গুণী মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলাল ভাই ঠিক সেরকমই একজন। মানুষ কি খাবে, মানুষ কিভাবে চলবে এবং মানুষ কিভাবে তার অধিকার নিয়ে বেঁচে থাকবে সে বিষয়টি নিয়ে তিনি সবসময় চিন্তা করেছেন।”

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news