নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

নড়াইল জেলা প্রতিনিধি

২১ জুন, ২০২২, ১ year আগে

নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১জুন) জেলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন শ্রেনি পেশার মানুষকে নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় পরামর্শমূলক বক্তব্য দেন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবির, পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, দৈনিক ওশান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান প্রমুখ।

কর্মশালায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পের ধারণাপত্র পাঠ করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার। বক্তারা কিভাবে সমন্বিত কর্মপরিকল্পনার মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ করা যায় সে ব্যাপারে বিভিন্ন বক্তা তাদের পরার্মমূলক বক্তব্য এবং সুপারিশ ব্যক্ত করেন।

কর্মশালায় ৮০জন সরকারি-বেসরকারি কর্মকর্তা, আইনজীবী, মুক্তিযোদ্ধা, পুলিশ, র‍্যাব, আনসার, শিক্ষক, ক্রীড়া ও সামাজিক ব্যক্তিত্ব এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।

পত্রিকাএকাত্তর /হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news