রায়পুরে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধ

জীবননগর উপজেলা প্রতিনিধি

২০ জুন, ২০২২, ১ year আগে

রায়পুরে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধ

সোমবার (২০শে জুন) সকাল ১০ টার সময় রায়পুর ইউনিয়ন পরিষদের হলরুমে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলামের তত্বাবধানে জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন, পুলিশিং কার্যক্রম গতিশীল করার জন্য পুলিশের সেবা গণমানুষের দোরগোড়ায় অতি সহজে পৌছানোর লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

মাদকের বিরুদ্ধে এবং বাল্যবিবাহ ও ইভটিজিং বিরুদ্ধে নানা রকম পদক্ষেপ নিয়ে যাচ্ছি। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশের সেবা আরো গতিশীল করে তুলবে। আরো বক্তব্য রাখেন, রায়পুর বাজার কমিটির সভাপতি আজাবুল হোসেন, ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক, ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়া সহ ও আরো ইউনিয়ন পযার্য়ের নেতৃবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জীবননগর থানার কর্মকর্তাবৃন্দ, রায়পুর কাম্প ইনচার্জ রবকুল সহ বাজার কমিটির নেতৃবৃন্দ, রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ইউপি সদস্য বৃন্দ।

পত্রিকা একাত্তর /তারিকুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news