উখিয়ার আবুল কাশেম-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রতিনিধি

১৫ জুন, ২০২২, ১ year আগে

উখিয়ার আবুল কাশেম-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দক্ষিণ কক্সবাজারের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উখিয়ার আবুল কাশেম-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুন (বুধবার) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির'র সভাপতিত্বে বিদ্যালয় সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।

এতে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহ কামাল চৌধুরী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী শাহিন আকতার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষা জীবনে মাধ্যমিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তাই এ সময়ের স্মৃতি ও মুহূর্ত গুলো ও জীবনে অতি স্মরণীয় হয়ে থাকে। তিনি শিক্ষার্থীদের সর্বোচ্চ সময় পড়ালেখায় ব্যয় করে দেশ ও জাতির সোনার সন্তানে পরিণত হওয়ার আহবান জানান।

এতে আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন, সহকারী শিক্ষক সুজন চন্দ্র দে,আকলিমা দেওয়ান।শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ছৈয়দ আলম, রহিমা বিনতে নুর,হুবাইব,নওরিন।এসএসসি পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ছামিরা,তাওহীদ সিকদার,সাকিব ও ইস্পা।

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নুরুল আবছার, হারুন অর রশিদ, মোঃ আবু মোছা, রুপেন রায় চৌধুরী, খোরশেদ আলম, আহমেদ উল্লাহ, আবদুল খালেক, কাজী নিগার সুলতানা, সহকারী শিক্ষক লাকী রাণী গুহ, পিকলু নন্দী,আবদুল খালেক-২,মোঃ ইয়াকুব, ছৈয়দ উল্লাহ,তুম্পা ও সোনিয়া বড়ুয়া।

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফজলুল করিম।

পত্রিকা একাত্তর /এফ.করিম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news