ডোমারে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৯ জুন, ২০২২, ১ year আগে

ডোমারে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ অনুষ্ঠিত
ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভায় অতিথিবৃন্দ।

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আওতায় নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হয়েছে ‘ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ’ শীর্ষক কর্মসূচী ও আলোচনা সভা।

বৃহস্পতিবার (৯ই জুন) সকালে উপজেলার ডোমার মহিলা ডিগ্রী কলেজ হলরুমে অনুষ্ঠিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন—ভারতের অবস্থানরত বীর মুক্তিযোদ্ধা অনাথ বন্ধ রায় ও ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শাহিনুল ইসলাম বাবু, কলেজের গভর্নিং বডির সদস্য নুরুল ইসলাম (বিএসসি), রবিউল আলম, মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মসূচি কর্মকর্তা রনজিৎ কুমার সিংহ, মুক্তিযুদ্ধ জাদুঘর নেটওয়ার্ক শিক্ষক হারুন অর রশীদ প্রমূখ সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

শেষে, মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মসূচি কর্মকর্তা রনজিৎ কুমার সিংহ’র হাতে জাদুঘরের উন্নয়নকল্পে ডোমার মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেন ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল এবং কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news