এফবিসিসিআই আরবিট্রেশন ট্রাইব্যুনাল কার্যকরী কমিটি বাতিলের নির্দেশ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

৭ জুন, ২০২২, ১ year আগে

এফবিসিসিআই আরবিট্রেশন ট্রাইব্যুনাল কার্যকরী কমিটি বাতিলের নির্দেশ

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ আরবিট্রেশন ট্রাইব্যুনাল দিনাজপুর শিল্প ও বণিক সমিতির কার্যনির্বাহী কমিটি বাতিল করেছেন। এফবিসিসিআই আরবিট্রেশন ট্রাইব্যুনাল ৬ জুন ২০২২ তারিখে এক রায়ে ২০২১-২০২৩ সালে নির্বাচিত কমিটিকে বাতিল ঘোষনা করে একজন প্রশাসকের অধীনে আগামী ৫ মাসের মধ্যে প্রকৃত ভোটার তালিকা করে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন করতে আদেশ দিয়েছেন।

আরবিট্রেশন ট্রাইব্যুনাল এ সময়ের মধ্যে ট্রেড অর্গনাজেশনের ডারেক্টর জেনারেল একজন প্রশাসক নিয়োগ দিবেন। প্রশাসকের অধীনে এই নির্বাচন করতে হবে।

বাংলাদেশ সুপ্রিম কোটের্র এডভোকেট মোঃ ইমাম হাসান স্বাক্ষরিত এক চিঠিতে জানিয়েছেন, দিনাজপুর শিল্প ও বণিক সমিতির গত ২০২১ সালের ১২ জুন নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মসহ ১৫টি অভিযোগ এনে এফবিসিসিআই আরবিট্রেশন ট্রাইব্যুনালে চেম্বারের সদস্য বিশ্বনাথ আগরওয়ালা, আলহাজ্ব রেজাউল করিম ও নুরুল মঈন মিনু নির্বাচন অবৈধ ঘোষনা ও পরিচালনা পরিষদ বাতিলের দাবী জানান। আরবিট্রেশন টট্রাইব্যুনালে সালিশি মামলা নং ১১ লিপিবদ্ধ করা হয়। অভিযোগ করা হয় ভোটার তালিকায় অনেকের হালনাগাদ ট্রেড লাইসেন্স নেই এবং করদাতাও ছিলেন না।

১১ আগষ্ট ২০২১ তারিখে অভিযোগ দায়েরে পর আরবিট্রেশন ট্রাইব্যুনাল স্মারক নং আর্বিট্রেশন/ ১৯৭ পত্রে ৯ অক্টোবর ২০২১ শুনানীর দিন ধার্য করেন। বেশ কয়েকবার শুনানী হলেও দায়েরকৃত অভিযোগ বিষয়ে বর্তমান কমিটি বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।

সমস্ত তথ্য ও পরিস্থিতি বিবেচনা করে সালিশি ট্রাইব্যুনাল ৬ জুন ২০২১ তারিখে দিনাজপুর চেম্বার অব কর্মাস ইন্ডা্িট্রজ এর কার্যকরী কমিটির নির্বাচন বাতিল করে আগামী ৫ মাসের মধ্যে প্রশাসক নিয়োগের মাধ্যমে সুষ্ঠু প্রকৃত ভোটার তালিকা প্রনয়ন করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন।

পত্রিকা একাত্তর /আরমান হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news