জারিগানে বাংলাদেশে প্রথম স্থানে বোরহানউদ্দিন ইউপিএস স্কুল

উপজেলা প্রতিনিধি, বোরহান উদ্দিন

৬ জুন, ২০২২, ১ year আগে

জারিগানে বাংলাদেশে প্রথম স্থানে বোরহানউদ্দিন ইউপিএস স্কুল

সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করলেন বোরহানউদ্দিন ইউপিএস স্কুল জারি গান বাংলাদেশের এক প্রকারের ঐতিহ্যবাহী সঙ্গীতরীতি। ফার্সি জারি শব্দের অর্থ শোক। মুহাররম মাসে কারবালার বিয়োগান্তক কাহিনীর স্মরণে মূলত এই গানের উদ্ভব।

১৭শ শতক থেকে বাংলায় এই গানের ধারা শুরু হয়। ইসলামের ইতিহাস ভিত্তিক ঐতিহ্যবাহী নাট্যধারার সর্বাধিক জনপ্রিয় পরিবেশনারীতি হচ্ছে জারিগান। সেই পুরনো সংগীত রীতিকে বুকে লালন করেছে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন (ইউপিএস) এর একঝাঁক তরুণ ছাত্রীরা।

তারা জাতীয় পর্যায় অংশগ্রহণ করে ভোলা জেলার গৌরব বয়ে আনে। ৬ ই জুন (সোমবার) ঢাকাস্থ সরকারি টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ - ২০২১ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে (খ গ্রুপে) "দলীয় জারীগান" ইভেন্টে অংশগ্রহণ করে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন স্কুল এর জারীগান দলটি । ৮ টি বিভাগের মধ্যে ১ম স্থান অধিকার করে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।

উক্ত জারীগান দলের নেতৃত্বে ছিলেন ১০ম শ্রেণির শিক্ষার্থী অহনা রাণী দাস। এছাড়াও দলে অংশ গ্রহণ করে রাসনা আক্তার, মোসা. আমরিন, খাদিজা আক্তার বাঁধন ও মিথিলা আলম মিম। উল্লেখ্য বিগত ২০১৮ সালে ও জাতীয় শিক্ষা সপ্তাহে অংশগ্রহণ করে ভোলার বোরহানউদ্দিনে ইউপিএস সামান্য নম্বরের ব্যবধানে দ্বিতীয় স্থান অধিকার করে।

এই অনবদ্য অর্জনে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বোরহানউদ্দিন পৌর মেয়র আলহাজ্ব মো.রফিকুল ইসলাম সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পত্রিকা একাত্তর /আবুল বাশার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news