গুরুদাসপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

৫ জুন, ২০২২, ১ year আগে

গুরুদাসপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

নাটোরের গুরুদাসপুরে কালের কন্ঠ শুভ সংঘের উদ্যোগে "বৃক্ষপ্রাণে প্রকৃতি- প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার বিকেলে চলনবিল প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালের কন্ঠ শুভ সংঘ গুরুদাসপুর উপজেলা কমিটির সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশীদ, চলনবিল প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠ প্রতিনিধি আলী আক্কাছ এবং শুভ সংঘের উপদেষ্টা আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে শুভ সংঘের সহ সভাপতি অধ্যক্ষ জালাল উদ্দিন শুক্তি, সাধারণ সম্পাদক বাবুল হাসান, যুগ্ম সম্পাদক স.ম. সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সূর্যের আলোকে সর্বোচ্চভাবে ব্যবহার করে আমরা টেকসই বাংলাদেশ গড়ে তুলব। পরিবেশ ভালো রাখতে পলিথিন, প্লাষ্টিক ব্যবহার বন্ধ করতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে।

আমাদের জন্যই আমাদের স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে হবে। আলোচনা শেষে অনুষ্ঠানের সকল সদস্য ৩টি করে গাছ লাগানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পত্রিকা একাত্তর /সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news