পশুর নদীর তীরে জলবায়ু সহিষ্ণু ও পরিবেশ বান্ধব বাজেটের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

৪ জুন, ২০২২, ১ year আগে

পশুর নদীর তীরে জলবায়ু সহিষ্ণু ও পরিবেশ বান্ধব বাজেটের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোংলায় পশুর নদীর তীরে টেকসই উন্নয়নের সাথে সুন্দরবন ও উপকূল সুরক্ষার জন্য জলবায়ু সহিষ্ণু ও পরিবেশ বান্ধব বাজেট প্রণয়নের দাবীতে মানববন্ধন করছে কয়েকটি সংগঠন। শনিবার (০৪ জুন) সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে মোংলার কানাইনগরে নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলা আহ্বায়ক মো. নূর আলম শেখ, বাপা নেতা আব্দুর রশিদ হাওলাদার, নাজমুল হক, কমলা সরকার, শেখ রাসেল, নদীকর্মী হাসিব সরদার, জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল প্রমূখ।

বক্তারা বলেন, উপকূলজুড়ে তীব্র সুপেয় পানির সংকট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বৃদ্ধি, রোগ-ব্যাধি, নদী ভাঙ্গন এবং ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের মাত্রা বেড়েছে। তাই উপকূলের সংকট মোকাবেলায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্ধসহ উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করতে হবে।

এর পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় বিকল্প জীবিকায়ন ও সচেতনতা সৃষ্টিতে জাতীয় বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। এইজন্য পরিবেশবান্ধব এবং জনবান্ধব বাজেট প্রণয়নের দাবী জানান বক্তারা।

পত্রিকা একাত্তর /আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news