ভোলার লালমোহনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ভোলা জেলা প্রতিনিধি

৩১ মে, ২০২২, ১ year আগে

ভোলার লালমোহনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

''বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি'' প্রতিপাদ্যে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহ সহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে লালমোহন থানার আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১মে) ভোলা লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠানে মাকসুদুর রহমান মুরাদ

অফিসার ইনচার্জ, লালমোহন থানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল),ভোলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদ উল্লাহ মেলকার, চেয়ারম্যান, বদরপুর ইউনিয়ন।

জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূত করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশিত 'জনগণের পুলিশ' হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে পুলিশ বাহিনীর প্রধান আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) দিক নির্দেশনায় মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুলিশি সেবাকে গনমূখী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দিন রাত কাজ করে যাচ্ছে ভোলা জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য।

এ সময় লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর /মহিউদ্দিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news