বেলকায় নিরাপদ পানি ও স্যানিটেশন মেলা

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ

২৬ মে, ২০২২, ১ year আগে

বেলকায় নিরাপদ পানি ও স্যানিটেশন মেলা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদ চত্বরে নিরাপদ পানি ও স্যানিটেশন মেলা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের সৌহার্দ্য প্রকল্পের আয়োজনে, কেয়ার বাংলাদেশের সহযোগিতায়, ইউএসএআইডি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে দিনব্যাপি মেলার সমাপনি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, এসকেএস প্রতিনিধি শংকর কুমার রায়, মোখলেছুর রহমান, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি ছাবেদ আলী, সঙ্গ প্রকল্পের প্রতিনিধি দিদারুল ইসলাম প্রমূখ।

সভায় নিরাপদ পানি ও স্যানিটেশন নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। পরে মেলায় অংশ গ্রহনকারিদের মাঝে পুরস্কার প্রদান করা। এর আগে মেলায় সচেতনতামুলক জারিগান ও নাটিকা পরিবেশিত হয়।

পত্রিকা একাত্তর /মোঃ হযরত বেল্লাল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news