চিকিৎসা খাতে সেবার মান উন্নত করার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ মে, ২০২২, ১ year আগে

চিকিৎসা খাতে সেবার মান উন্নত করার দাবি

ফেনীর সোনাগাজীতে বাংলাদেশের ১৮ কোটি মানুষের সুচিকিৎসার বাস্তবায়নের একমাত্র সংগঠন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির উদ্যোগে ২৫ জুন ৫শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান উপলক্ষে মতবিনিময় সভা বুধবার সকাল ১০ টায় সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে জিতপুর ভাদাদিয়া গ্রামে হযরত ফাতেমা (রা) মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।

জাতীয় রোগী কল্যাণ সোসাইটি ফেনী জেলার সদস্য সচিব আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট গবেষক ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।

বিশেষ অতিথি ছিলেন, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির উপদেষ্টা ডা.শাহাদাৎ হোসাইন,জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠা সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরী, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সদস্য এম মোকছুদুর রহমান মিয়াজী, বাংলা টিভির জেলা প্রতিনিধি জাকের হায়দার সুমন।

অএ মাদ্রাসার শিক্ষক মহিউদ্দিনের সঞ্চালনায় এসময় মতিগঞ্জ ইউনিয়নের সাবেক ৭নম্বর ইউপি সদস্য খুরশিদ আলম, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ফাতেমা বেগম, ফাতেমা (রা) মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা ছাইদুল হক,আন্তিঃপুকুর জামে মসজিদের উপদেষ্টা মোহাম্মদ মোস্তফা ছুট্টু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি ডা. মাহতাব হোসাইন মাজেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত এর জন্য সংবিধানে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। আমরা চাই মহান এ নেতার স্বপ্নের বাংলাদেশ গড়তে জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন হোক।

সর্বস্তরের ডাক্তারবৃন্দ রোগীর সেবা দেওয়ার মানসিকতা পোষণ করলে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা আরো আধুনিক হতো। শেষে ১০জন অসহায় শিক্ষার্থীর রোগ আরোগ্য হওয়ার আগ পর্যন্ত সম্পন্ন চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছে জাতীয় রোগী কল্যান সোসাইটি।

পত্রিকা একাত্তর / মাজীদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news