“দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্য্যব্যবস্থা” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায়ের সভাপতিত্বে র্যালী ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের বিভিন্ন শিক্ষামূলক মহড়া অনুষ্টিত হয়েছে।
দুর্যোগের ঝুঁকিহ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতেই ওই মহড়ার উদ্যোগ নেওয়া হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন রোড প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা চত্বরে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল পরিষদ চত্বরে বিভিন্নভাবে অগ্নিকান্ড নির্বাপন ও অগ্নিকান্ডে আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারের কলা কৌশলের মহড়া প্রদর্শন করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. হারুনর রশিদ, নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী, বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, খুবজীপুর ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, মশিন্দা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর / সোহাগ আরেফিন