চকইলামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিকারে মতবিনিময় সভা

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ মে, ২০২২, ১ year আগে

চকইলামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিকারে মতবিনিময় সভা

পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের নির্দেশনায় চকইলাম সীমান্তবর্তী বিজিবি ক্যাম্প নিকটস্থ দুর্গাপুর ক্যাম্পের মোড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও তার প্রতিকারে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চকইলাম বিজেপি ক্যাম্পের নায়েব সুবেদার জসিম আহমেদ তত্ত্বাবধানে এই মাদক নির্মূল ও তার প্রতিকার কঠোর আইন-শৃঙ্খলা ও মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের জিরো টলারেন্স বহিরাগত মাদকসেবী এবং সেইসাথে এলাকার মাদক সেবী ও ব্যবসায়ীদের সতর্কবার্তায় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন উমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ ওবায়দুল হক সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ধামইরহাট উপজেলা শাখা।

তিনি বলেন,মাদক নির্মূলে এলাকা মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিজিবি ক্যাম্পের সকল সদস্যদের কঠোর অবস্থানে নির্দেশনা দিয়ে বলেন, মাদক নির্মূলে এলাকার পরিবেশ বজায় রাখতে মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে জিরো টলারেন্স সর্বদা কঠোর অবস্থানে এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধবলে কঠোর নির্দেশনায় উক্ত মতবিনিময় সভায় আলোচনা করেন।

উপস্থিত ছিলেন উমার ইউপি সদস্য মোঃ আবু জাফর ও মোঃ ছানাউল হক,এলাকাবাসী, জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জাহিরুল ইসলাম, ফরিদ হোসেন, আবু তালেব গোলাম রব্বানী, ওমর ফারুক, মাসুদ রানা, আশিকুর রহমান, রফিকুল, তোজাম্মেল হক, মোতারব, সুভ, সাইদ ইসলাম, আনিসুর রহমানসহ প্রমুখ।উক্ত সভায় নায়েব সুবেদার জসিম আহমেদ, এলাকায় মাদক সেবীদের দৌরাত্ন বৃদ্ধি পাওয়ায় মাদক নির্মূলে উপস্থিত সকলের কাছে সহযোগিতা কামনা করেন।

পত্রিকা একাত্তর /মোঃ নুর সাইদ ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news