পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরে সকাল সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ আফজাল হোসেন।
পরে শহরের নিউমার্কেট এলাকার ডিসি ঘাট থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান সহ জেলা আওয়ামীলীগ নেতারদের উপস্থিতিতে ও জেলা শ্রমিকলীগের সভাপতি মো: তোফাজ্জল হোসেন ও জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
পত্রিকা একাত্তর / মিজানুর রহমান অপু