কাদের মাস্টারের জানাযা সম্পন্ন, একটু দেখতে মানুষের ঢল

উপজেলা প্রতিনিধি, হরিনাকুণ্ডু

২২ মে, ২০২২, ১ year আগে

কাদের মাস্টারের জানাযা সম্পন্ন, একটু দেখতে মানুষের ঢল

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চরপাড়া গ্রামে মরহুম আব্দুল কাদের মাস্টারের জানাযার নামাজ সম্পন্ন হয়েছে। তাঁর মৃতদেহ এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নামে।রবিবার (২২ মে) বিকাল দুই টায় তাঁর নিজ বাস ভবনের পাশে আম বাগানে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাযা অনুষ্ঠানে স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন, হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, রওশন আলী ও তার ছেলে রঘুনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা অশোক কুমার ধর, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, স্কুল কলেজের শিক্ষক, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার অনুরাগি, শুভাকাঙ্খি ও অত্মীয়স্বজন।

উল্লেখ্য যে, গত শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করে।

আব্দুল কাদের মাস্টার ছিলেন ৭নং রঘুনাথ পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, পোড়াহাটী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সমাজ সেবক। মৃত্যুকালে তিনার বয়স হয়েছিল (৭০) বছর, তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মিয় স্বজন, ছাত্র ছাত্রী ও গুনগ্রাহী রেখে গেছেন।

জানাযার নামাজে উপস্থিত মুসল্লীরা তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

পত্রিকা একাত্তর /মাহফুজুর রহমান উদয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news