বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে বোড়াগাড়ী ও পাঙ্গা মটুকপুর

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২২ মে, ২০২২, ১ year আগে

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে বোড়াগাড়ী ও পাঙ্গা মটুকপুর

নীলফামারীর ডোমারে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরের ফাইনাল নিশ্চিত করেছে চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুনের বোড়াগাড়ী ইউনিয়ন ও আব্দুল হাকিম ভুট্টো’র পাঙ্গা মটুকপুর ইউনিয়ন।

রোববার (২২শে মে) ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে বোড়াগাড়ী ইউনিয়ন ও ভোগডাবুড়ী ইউনিয়ন। সীমান্তবর্তী ভোগডাবুড়ী ইউনিয়নকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বোড়াগাড়ী ইউনিয়ন দল।

এছাড়া টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি লড়াই করেছে গত আসরের দুই ফাইনালিস্ট পাঙ্গা মটুকপুর ইউনিয়ন ও ডোমার পৌরসভা। গতবারের শিরোপা জয়ের আফসোস ঘুচিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডোমার পৌরসভাকে ৪-০ গোলে ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাঙ্গা মটুকপুর ইউনিয়ন ফুটবল দল।

সেমিফাইনালের ফলাফলের ভিত্তিতে, আগামী মঙ্গলবার (২৪শে মে) বিকাল ৩টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের ফাইনালে পরষ্পরের মুখোমুখি হয়ে মাঠ কাঁপাবে বোড়াগাড়ী ইউনিয়ন ও পাঙ্গা মটুকপুর ইউনিয়ন।

দিনের দুটি ম্যাচেই রেফারী হিসেবে খেলা পরিচালনা করেছেন কবির হোসেন, আবু বক্কর সিদ্দীক, নিয়াজ মোরশেদ ও জীবন ইসলাম।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news