আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবাসী সেবা সংস্থার উদ্যোগে আলোচনা

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ মে, ২০২২, ১ year আগে

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবাসী সেবা সংস্থার উদ্যোগে আলোচনা

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবাসী সেবা সংস্থার আয়োজনে রাজধানীর বনশ্রীতে একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং প্রবাসী সেবকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

বাংলাদেশ প্রবাসী সেবা সংস্থার সভাপতি মোঃ মিরাজ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া সঞ্চালনায় বিভিন্ন দেশের প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান, বাংলাদেশ প্রবাসী সেবা সংস্থার মাধ্যমে বিভিন্ন দেশের প্রবাসীদের বিভিন্ন সময় সহযোগিতা করে অবদান রাখার কারণে সম্মাননা ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয় সংগঠনের উপদেষ্টাদের।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্রেস্ট গ্রহণ করেন বাংলাদেশ প্রবাসী সেবা সংস্থার অন্যতম উপদেষ্টা সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক সিঙ্গাপুর বিজনেস চেম্বারে সম্মানিত সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ডা, এম এ রহিম এবং সংগঠনের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মহসিন সিকদার পাভেল, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সহ-সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাখাওয়াত হোসেন মোহন, সিঙ্গাপুর প্রবাসী ব্যাবসায়ী বিশিষ্ট সমাজসেবক সিঙ্গাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, মালোশিয়া প্রবাসী ব্যাবসায়ী এবং মালোশিয়া আওয়ামী লীগের আহবায়ক এম রেজাউল করিম রেজা, বাংলাদেশ সি এন এফ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক অরুন কুমার, বাংলাদেশ প্রবাসী সেবা সংস্থার সভাপতি মোঃ মিরাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম হাওলাদার এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়াকে প্রবাসীদের সেবক হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বাংলাদেশ প্রবাসী সেবা সংস্থা একটি সেবামূলক আর্তমানবতার সেবায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিয়োজিত একটি সংগঠন যেখান থেকে বিভিন্ন দেশের প্রবাসীদের সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা হয় প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানের জন্য কাজ করে প্রবাসী সেবা সংস্থা।

আলোচনা অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দদের মধ্যে থেকে বক্তব্যে প্রবাসীদের বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানির বিষয়গুলো উল্লেখ করা হয় সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন, আগামী দিনে প্রবাসীদের সেবা বৃদ্ধির লক্ষ্যে প্রবাসী সেবা সংস্থার উপদেষ্টা মন্ডলীর সকল সদস্য বৃন্দ ঐক্যমতের ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রবাসীদের সকল সমস্যায় প্রবাসীদের পাশে থাকার আহ্বান জানান সরকারের পাশাপাশি নিজেদের মাধ্যমে প্রবাসীদের সেবা প্রদান করার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করা হয়, অন্যান্যদের মধ্যে বাংলাদেশ প্রবাসী সেবা সংস্থার সংগঠনের সাংগঠনিক সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীরা অংশগ্রহণ করেন আগামী দিনে প্রবাসীদের সেবা দেওয়ার লক্ষ্যে আরো বৃহৎ পরিকল্পনা রয়েছে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান।

পত্রিকা একাত্তর /শাহাদাত রাসেল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news