চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত জেলা পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে ১২.১০.২০২২তারিখ বিকাল ০৩:০০ ঘটিকায় আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তাগণ আসন্ন জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন। ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক অফিসার ও ফোর্স নিয়োজিত থাকবে এবং নির্বাচন পূর্ববর্তী ও নির্বাচন পরবর্তী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা উল্লেখ করেন।
উক্ত আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভায় আরাফাত রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা, মোঃ জামিল সিদ্দিকী, উপ-পরিচালক এনএসআই,চুয়াডাঙ্গা, তারেক আহমেদ, জেলা নির্বাচন অফিসার ও জেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ।
পত্রিকা একাত্তর / তারিকুর রহমান