আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মতবিনিময়

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

১৭ মে, ২০২২, ১ year আগে

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মতবিনিময়

আজ ১৬ মে ২০২২ সন্ধ্যায় বরগুনা -১ আসনের মাননীয় সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা বরগুনা কার্যালয়ে সৌজন্য মতবিনিময় করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বরগুনা পৌরসভার প্যানেল মেয়র মোঃ রইসুল আলম রিপন, কেন্দ্রীয় আওয়ামী মহিলা শ্রমিক লীগের কার্যকরী সদস্য ইসমত আরা খানম লিপি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, মাওলানা মোঃ আলতাফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক বরগুনা জেলা আওয়ামীলীগ ও আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ রেজাউল কবির এ্যাটমসহ অন্যান্য নের্তৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎ এর সময় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা বরগুনা জেলা এর সভাপতি ইত্তিজা হাসান, সহ - সভাপতি মহসীন বাহাদুর, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক বাবুল মাহাবুব, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ মেজবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন মিয়া ও কোষাধ্যক্ষ আব্দুস সোবহান।

মতবিনিময় কালে এমপি মহোদয় বলেন, মানবাধিকার সাংবাদিক সংস্থা মানুষের অধিকার রক্ষায় কাজ করে। আমাদের সমাজে আমরা এমন অনেককে দেখি যারা অন্যের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন। আমাদের জাতীয় জীবনের অনেক বড় বড় অর্জন, যেমন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অথবা ফুলবাড়ী, কানসাটের মতো জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে এমন অনেক কাজ মানুষের অবদান রয়েছে। আমাদের চারপাশেও কিন্তু এমন মানুষ দেখা যায়, যারা আমাদের সমস্যা সমাধানে কাজ করেন।

মানবাধিকার সাংবাদিক সংস্থা বরগুনা জেলা সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। অত্র সংগঠনের সভাপতি বলেন, বরগুনা-১ আসনের মাননীয় সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এর আগমন সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যক্রমের ধারাকে আরও গতিশীল করবে।

পত্রিকা একাত্তর /মোঃ মনিরুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news