বড়াল রক্ষা হলে অঞ্জন ভট্টাচার্যের স্বপ্ন পূরণ হবে

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

১৬ মে, ২০২২, ১ year আগে

বড়াল রক্ষা হলে অঞ্জন ভট্টাচার্যের স্বপ্ন পূরণ হবে

বড়াল রক্ষা আন্দোলনের যেটুকু সফলতা এসেছে তার সিংহভাগই এসেছে ডা. অঞ্জন ভট্টাচার্যের হাত ধরে। সামাজিক ও মানবিক গুণে গুণান্বিত ব্যক্তি ছিলেন তিনি।

দেশের জন্য যুদ্ধ করেও মুক্তিযোদ্ধার খেতাব ও সুযোগ সুবিধা নেননি। অনন্য অসাধারণ হয়েও সাধারণভাবে জীবন যাপন করেছেন অঞ্জন ভট্টাচার্য। বড়াল নদী রক্ষা সফল হলে তার স্বপ্ন পূরণ হবে বলে স্মরণসভায় অভিমত ব্যক্ত করেন বক্তারা।

১৫ মে রবিবার পাবনার চাটমোহর উপজেলার কুমার গাড়া বড়াল বিদ্যা নিকেতনে প্রয়াত বড়াল রক্ষা আন্দোলনের স্বপ্নদ্রষ্টা ডা. অঞ্জন ভট্টাচার্যের স্মরণসভায় বক্তারা উপরোল্লিখিত কথাগুলো বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ মাস্টার। চলনবিল রক্ষা আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বড়াল রক্ষা আন্দোলনের নেতা এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক মো. শরীফ জামিল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ পিন্টু, অঞ্জন ভট্টাচার্যের স্ত্রী মালা ভট্টাচার্য, আফজাল হোসেন প্রমূখ।

মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় ২য়পর্বে উদীচী ও খেলাঘরের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য স্মরণসভায় বগুড়া, সিরাজগঞ্জ, গুরুদাসপুর, রায়গঞ্জ, বড়াইগ্রাম, ঈশ্বরদী, চাটমোহর সহ বিভিন্ন এলাকার বড়াল ও চলনবিল রক্ষা আন্দোলন কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর /মোঃ সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news