ভোলায় ‘বাল্য বিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির’ আত্বপ্রকাশ

ভোলা জেলা প্রতিনিধি

১৫ মে, ২০২২, ১ year আগে

ভোলায় ‘বাল্য বিবাহ ও শিশু নির্যাতন  প্রতিরোধ কমিটির’ আত্বপ্রকাশ

সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে ভোলায় আতœপ্রকাশ ঘটলো সামাজিক সংগঠন ‘বাল্য বিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির’। শনিবার রাতে (১৪ মে) সংগঠনের অস্থায়ী কার্যালয় দৈনিক আজকের ভোলা কার্যালয়ে এ কমিটির আত্নপ্রকাশ করেছে।

এ উপলক্ষে অনুষ্ঠিত এক সাধারন সভায় সকলের সম্মতিক্রমে এসএস টিভি প্রতিনিধি এ্যাড. সাহাদাত শাহিনকে সভাপতি ও দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক ও গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগারের সম্পাদক মোঃ শাহরিয়ার জিলনকে সাধারন সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ছোটন সাহা, সহ-সভাপতি আদিল হোসেন তপু, যুগ্ন সম্পাদক শামিম আহমেদ, হুমায়ারা হোসেন সারা, সাংগঠনিক সম্পাদক ইয়াছিনুল ঈমন, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সিনহা, আশিকুর রহমান শান্ত, কোষাধ্যক্ষ আনিছুর রহমান, সহ-কোষাধ্যক্ষ ফজলে রাব্বী, প্রচার সম্পাদক ইঞ্জি: আনোয়ার হোসেন, সহ-প্রচার সম্পাদক গোপাল চন্দ্র দে, দপ্তর সম্পাদক এম এ মোতালেব, সহ দপ্তর সম্পাদক মুছা সালেহীন আবির, শিশু বিষয়ক সম্পাদক সানজিদা হোসেন এশা, সহ-শিশু বিষয়ক সম্পাদক ইমরান চৌধুরী।

নির্বাহী সদস্যরা হলেন, মীর নুরে আলম ফরহাদ, ইমরান হোসেন, রুবেল হোসেন, এম মইনুল এহসান, মেহেদী হাসান তানজিল, মোকাম্মেল মিশু, অভি দে টিটু, মোঃ তানিম হাওলাদার, মোঃ গিয়াস উদ্দিন, আবদুল মমিন।

এর আগে সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সাহিত্যিক কাজল কৌশিকের সভাপতিত্বে আলোচনা সভায় সদস্যগন তাদের মতামত ব্যাক্ত করেন। সদস্যরা জানান, শহর ও গ্রামাঞ্চলে নানাবিধ কারনে বাল্য বিবাহ ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। এটি সমাজের একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন কাজ করলেলেও পুরোপুরি বন্ধ হচ্ছে না এসব কর্মকান্ড।

তাই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগীতায় সামাজিক অপরাধ ও কুসংস্কার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। সংগঠনের পক্ষ থেকে প্রথমে সামাজিক সচেতনতা গড়ে তুলে বাল্য ও শিশু নির্যাতন বন্ধে কাজ করার সিদ্ধান্ত গৃৃহীত হয়। এরমধ্য দিয়ে একটি সুন্দর সমাজ গঠিত হবে।

পত্রিকা একাত্তর /মোঃ আবুল বাশার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news