“তামাক কোম্পানি হতে সরকারের শেয়ার প্রত্যাহার হোক” এই প্রতিবাদ্য নিয়ে সবুজবাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদে ট্রাষ্টের উদ্যোগে বাংলাদেশ তামাক বিরোধি জোটের সহযোগিতায় তামাক মুক্ত দিবস পালিত হয় শেরপুরের নালিতাবাড়ীতে।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার পাঁচগাঁও মিতালি বাজারে নানা কর্ম সূচির মধ্যদিয়ে এ দিবস পালিত হয়।
পথচারিদের মধ্যে তামাকের ভয়াবহ ক্ষতির চিত্র সম্বলিত স্টিকার, লিফটে, পোষ্টার, বিতরন করা হয়। সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীমের নেত্রিত্বে একটি অবস্থান কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে স্থানীয় সুধিজন অংশ গ্রহন করে তামাক কোম্পানির কূট কৌশললের নিন্দা জানান এবং তামাক কোম্পানি হতে সরকারে অংশিদারিত্ব প্রত্যাহারের দাবি জানান । অবস্থান কর্মসূচিতে সংক্ষিপ্ত আলোচনায় খন্দকার আব্দুল আলীম তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি জানিয়ে বলেন হোটেল, চায়ের দোকান, রেস্টুরেন্ট, খাবার স্থান ধুমপানের জন্য নয় ধুমপানের স্থানের বিধান বাতিল করা হোক। অন্যান্যদের মধ্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাইদুল ইসলাম রাজু, দেলোয়ার হেসেন, মাহবুব আলমসহ স্থানীয় সুধি জন এনজিও কর্মী, বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
পত্রিকা একাত্তর / মনোয়ার হোসেন
আপনার মতামত লিখুন :