রক্তের বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরুপণ অভিযান

নেত্রকোণা জেলা প্রতিনিধি

১২ মে, ২০২২, ১ year আগে

রক্তের বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরুপণ অভিযান

"রক্তের বন্ধন" একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। রক্ত দিয়ে মৃত্যু পদযাত্রী মুমূর্ষু রুগীকে পৃথিবীর আলো-বাতাস অবলোকনের সর্বশেষ চেষ্টাই যাদের প্রধান লক্ষ্য। আজ ১২ /০৫/২২ ইং তারিখ কাইলাটি ইউনিয়ের আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বৃক্ষরুপণ অভিযান পরিচালনা করে উক্ত স্বেচ্ছাসেবী সংগঠনটি।

বৃক্ষরুপণ কার্যক্রম পরিচালনা করেন উক্ত সংগঠনের সকল স্বেচ্ছাসেবক ও কর্মীবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন ৭নং কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব,আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় বালী এর শিক্ষক শিক্ষার্থী, মৌজেবালী শহীদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।

আরোও উপস্থিত ছিলেন " রক্তের বন্ধন "এর ভলেন্টিয়ার এস.এম ইউসুফ আলী সহ উক্ত সংগঠনের সদস্য দুলন, ইমন, হারুন, রাহাদ, রিয়াদ, পিয়াস। তাদের সকলের উদোগে ৫০ টি নিম, ৩০ টি কৃঞ্চচুড়া,২০ টি কাঠাল, ২০ টি সাজনা ডাল রোপন করা হয়।

বৃক্ষরুপণ শেষে চেয়ারম্যান নাজমুল হক বলেন সাজনা পাতা, ডাটা খুব উপকারি, সাজনা সবজি হিসাবে রান্না করে খাওয়া যায়। সাজনা খুব পুষ্টিকর খাবার।সাজনা পাতা গুড়া করে সংরক্ষন করা যায়। পরে সারা বছর তা দিয়ে চা পাতার মত চা খাওয়া যায়। এতে আছে প্রচুর পরিমাণে আরয়ন যা রক্তচাপ কমায়,চুলপড়া বন্ধ করে।

পরাগ আহমেদ বলেন আমাদের গ্রামের প্রত্যেক পরিবারে যেন একটি সাজনা গাছ থাকে। সাজনার গুনাগুন ও উপকারিতা নিয়ে আলোচনা করেন।

পত্রিকা একাত্তর /মোঃ খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news