স্বেচ্ছাসেবী সংগঠন “একটি স্বপ্ন-সোপান” এর তালবীজ রোপণ


উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী প্রকাশের সময় : ১০/১০/২০২২, ১১:১১ অপরাহ্ণ / ১৫২
স্বেচ্ছাসেবী সংগঠন “একটি স্বপ্ন-সোপান” এর তালবীজ রোপণ

শেরপুরের নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন একটি স্বপ্ন-সোপান এর আয়োজনে বজ্রপাত নিরোধ, পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিকল্পে তালবীজ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১০ অক্টোবর উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী পূর্বপাড়া মরহুম তৈয়বুল হক চেয়ারম্যান বাড়ী সংলগ্ন রাস্তার পাশে তালবীজ রোপন কর্মসূচির উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্ভোধনী অনুষ্ঠানে সাংবাদিক মনোয়ার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন একটি স্বপ্ন-সোপান এর সভাপতি মাহমুদুল হাসান রাব্বানী, উপদেষ্টা মোঃ জুলহাস মিয়া, উপদেষ্টা হাফেজ মোঃ জাফর আহমেদ, গ্রামবাসীর আব্দুল কাদির, সমন্বয়ক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক মোঃ রনি আহমেদ,আইটি সম্পাদক আরিফ খান।

অনুষ্ঠানে বক্তারা তালগাছের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন আলোচনা করে নন্নী মাঠখুলা থেকে আমলাতুলী জাহাঙ্গীর মেম্বার বাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার দুপাশে তালবীজ রোপণ করে। রোপণকালে একটি স্বপ্ন-সোপান এর প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী কঠোর পরিশ্রম করে এ কর্মসূচী বাস্তবায়ন করে।

সংগঠনএর সভাপতি মাহমুদুল হাসান রাব্বানী বলেন,-“ক্রান্তিকালীন বিশ্বে উষ্ণায়ন একটি উল্লেখযোগ্য সমস্যা হয়ে মানুষের সামনে এসেছে। সেই সমস্যা সমাধানে আমাদের এই ছোট্ট পদক্ষেপ। একটি স্বপ্ন-সোপান এর তালবীজ রোপণ কর্মসূচীর মাধ্যমে এলাকার সৌন্দর্য বৃদ্ধি, সবুজায়ন সহ এলাকার সাধারণ মানুষ উপকৃত হবে বলে আমাদের মনে হয়। মানব কল্যাণে আমাদের এই ধরণের কার্যক্রম সর্বদাই অব্যাহত থাকবে।

পত্রিকা একাত্তর / মনোয়ার হোসেন