ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদ

ভোলা জেলা প্রতিনিধি

১ মে, ২০২২, ১ year আগে

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদ

ভোলা বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো. আলাউদ্দিন সর্দারের বিরুদ্ধে অত্যাচার ও নির্যাতনের অভিযোগ এনে ওই ইউনিয়ন আ’লীগ কর্মী ও সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

রবিবার দুপুর ১২টায় বোরহানগঞ্জ বাজারে দীর্ঘ লাইনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ওই চেয়ারম্যানের বিচার দাবী করে বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগীরা। ওই মানববন্ধনে একাধিক জেলেকার্ডধারী জেলেরা অভিযোগ করে জানান, আমরা আলাউদ্দিন চেয়ারম্যানকে ভোট না দিয়ে নৌকায় ভোট দেয়ার অপরাধে জেলে কার্ড থাকাসত্বেও আমাদেরকে জেলে চাউল দেয় নি। বিএনপি এবং তার পছন্দের ব্যক্তিদের কে জেলে চাউল দেয়। আমরা এ উপযুক্ত বিচার চাই।

এ মানববন্ধনে মো. সিরাজুল ইসলাম অভিযোগ করে জানান,পক্ষিয়া ইউনিয়ন পরিষদে রেশম কার্ড আনতে গেলে চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার তার লোকজন দিয়ে আমার রেশম কার্ডটি ছিড়ে ফেলে দেয়। আমি উপযুক্ত বিচার চাই।

এ মানববন্ধনে উপস্থিত ছিলেন ওই ইউনিয়ন যুবলীগ সম্পাদক মো. নাজিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য আব্দুল আল নোমান, ২নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মো. নান্নু মাষ্টার, সাধারণ সম্পাদক মন্নান মাহাজান, ৩নং ওয়ার্ডের আ’লীগ সভাপতি মো. দুলাল, সম্পাদক নুরুল ইসলাম মাষ্টার, ৪নং ওয়ার্ড আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. নিরব মিয়া, ৫নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মজনু মিয়া, সম্পাদক রবি আলম, ৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মো. ইসলাম, ৭নং ওয়ার্ড আ’লীগ সভাপতি হোসেন মেম্বার, ৯নং ওয়ার্ড আ’লীগ সভাপতি হাসানুল হক মামুন, সম্পাদক আ: আলী মেম্বার প্রমূখ সহ স্থানীয় আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এব্যাপারে পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন সর্দার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, সাবেক চেয়ারম্যান মো. নাগর হাওলাদার তার লোকজন দিয়ে আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

পত্রিকা একাত্তর / নিয়াজ মাহমুদ জয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news