ভোটার মঞ্চ’র ৬ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে সমাবেশ


অতিথি লেখক প্রকাশের সময় : ১০/১০/২০২২, ৩:৩১ অপরাহ্ণ / ১০৯
ভোটার মঞ্চ’র ৬ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে সমাবেশ

ভোটার মঞ্চ’র উদ্যোগে আগামীকাল ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার সকাল ১১:০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “ভোটার মঞ্চ’র ৬ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণশুনানী” অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন ভোটার মঞ্চ’র আহ্বায়ক বঙ্গবীর এম. এ. ভাসানী।

উল্লেখ্য ভোটার মঞ্চ’র ব্যানারে ঐক্যবদ্ধ দলসমূহ হল— ন্যাপ ভাসানী, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি, বেঙ্গল কৃষক সমিতি, বাংলাদেশ লোকশক্তি পার্টি, বাংলাদেশ বেকার সমিতি, বাংলাদেশ দেশপ্রেমিক পার্টি, বাংলাদেশ ইনসাফ পার্টি ও বাংলাদেশ ন্যায় বিচার পার্টি।

ভোটার মঞ্চ’র ৬ দফা প্রস্তাবনা নিম্নরূপ—
১) নির্বাচনকালীন সর্বদলীয় জাতীয় সরকার কায়েম।
২) রাজনৈতিক দল ও নাগরিক সমাজ কতৃর্ক উপস্থাপিত ত্রুটিসমূহ দূর করে ইভিএম চালু করা যেতে পারে।
৩) রাজনৈতিক দলের নিবন্ধনকরণ ও শর্তাবলী সংস্কার ও সহজীকরণ।
৪) নির্বাচন পদ্ধতি পরিবর্তনের আলোকে সংখ্যানুপাতিক আসন বন্টন।
৫) স্বতন্ত্র প্রার্থীদের ১% ভোটারদের স্বাক্ষর রহিত করণ।
৬) সৎ, ত্যাগী ও যোগ্য নেতা কর্মীদের সর্বস্তরের নির্বাচনে মনোনয়ন দেওয়া হোক।

পত্রিকা একাত্তর / আনিসুর রহমান দেশ