ডোমারের ইউএনও শাহিনা শবনমের বিদায়ী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৯ এপ্রিল, ২০২২, ২ years আগে

ডোমারের ইউএনও শাহিনা শবনমের বিদায়ী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিকদের ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা ‘বাংলাদেশ প্রেসক্লাব’ এর নীলফামারী জেলার আওতাধীন ডোমার উপজেলা শাখার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮শে এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম। এতে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি জাবেদুল ইসলাম সানবীম।

ডোমার উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সোনামনি কলি’র সঞ্চালনায় এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মনজুরুল হক চৌধুরী, নীলফামারী জেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক মো. মাইনুল হক, উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার, পৌর কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাফিজুল হক রবি, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, নীলফামারী জেলা আওয়ামী লীগের সদস্য ও সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদ আহমেদ শান্তু, ডোমার উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরকাদের সরকার ইমরান প্রমূখ।

এছাড়া অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন—৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম রিমুন, ২নং কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান, ৯নং সোনারায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফিরোজ চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গণেশ কুমার আগরওয়ালা, পৌর কৃষক লীগের আহ্বায়ক মো. আবু সাঈদ, ডোমার উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি আসমা সিদ্দিকা বেবী, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ্ কামাল পাখী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মানিক, পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রায়, উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি একেএম সুমন রেয়াজী, সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াৎ আমিন সহ অন্যান্য সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, ডোমার উপজেলার প্রশাসনিক অভিভাবক হিসেবে জনাব শাহিনা শবনম যেভাবে কাজ করেছেন, তা ডোমারবাসী আজীবন মনে রাখবেন। মানবিক কাজে তিনি ছিলেন এগিয়ে। উন্নয়নমূলক বিভিন্ন কাজে রেখেছেন দূরদর্শী সম্পন্নতা। করোনা মহামারী মোকাবেলা সহ বিভিন্ন কাজ করেছেন তিনি।

বিদায়ী সংবর্ধনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম আবেগাপ্লুত হয়ে বলেন, ডোমারবাসীর সহযোগিতা কখনো ভুলবার নয়। সুশাসন প্রতিষ্ঠায় ডোমারবাসী যেরকম সহযোগিতা করেছেন, আমি চিরকৃতজ্ঞ থাকবো।

এর আগে, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা স্মারক, মানপত্র ও উপহার তুলে দেন বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যরা। পরে, দেশ ও জাতির মঙ্গল কামনা এবং সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার আগামীর পথের উত্তরোত্তর সফলতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news