ডোমার প্রেসক্লাবের উদ্যোগে ইউএনও’এর পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৬ এপ্রিল, ২০২২, ২ years আগে

ডোমার প্রেসক্লাবের উদ্যোগে ইউএনও’এর পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার প্রেসক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনমের পদোন্নতি জনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬শে এপ্রিল) দুপুরে ডোমার প্রেসক্লাব হলরুমে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বেও ডোমার প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য এবং পশ্চিম হরিণচড়া মহিলা বিএম কলেজের অধ্যক্ষ মেহেদী হাসান মুক্তির সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ্ কামাল পাখী, আওয়ামী লীগ নেতা মো. আবুল কাসেম প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার, ডোমার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু, সাহিত্য সম্পাদক আনিছুর রহমান মানিক, সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর মো. রুবেল ইসলাম, কার্যকরী সদস্য রাশেদুল ইসলাম আপেল, বাংলাদেশ প্রেসক্লাব ডোমার উপজেলা শাখার সভাপতি জাবেদুল ইসলাম সানবীম, সহ-সাধারণ সম্পাদক সিহাব হাচান শাসন, যুবলীগ নেতা রকি সহ ডোমার প্রেসক্লাবের সকল সদস্যগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান চয়ন বলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news