ভোলায় জাতীয় গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলা জেলা প্রতিনিধি

২৫ মার্চ, ২০২২, ২ years আগে

ভোলায় জাতীয় গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আজ ২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক জঘন্যতম হৃদয়বিদারক কালো অধ্যায়। আজকের এই দিনে ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তানী হানাদার বাহিনী 'অপারেশন সার্চলাইট' নামে নিরীহ বাঙালিদের উপর চালায় ইতিহাসের নৃশংসতম গণহত্যা।

পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত বর্বর সেই গণহত্যায় নিহতদের স্মরণে ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পর থেকে দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস -২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসন, ভোলা কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-সেবা, স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব)

রাজিব আহমেদ, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, ভোলা কাজী শরীফ উদ্দিন আহমেদ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা মোঃ হাসান ওয়ারিসুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সুজিত হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মামুন আল ফারুক, প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, ভোলা সদর মোঃ তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ভোলার প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ২৫শে মার্চের গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

পত্রিকা একাত্তর/ মহিউদ্দিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news