ডোমারে গণহত্যা দিবসের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৫ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমারে গণহত্যা দিবসের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯৭১ সালের ২৫শে মার্চ ভয়াল কালো রাত্রির গণহত্যা দিবসে নিহতদের স্মরণে নীলফামারীর ডোমারে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫শে মার্চ) সকালে উপজেলার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সহকারী শিক্ষিকা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, সহকারী শিক্ষক মেহের উল হোসেন, সহকারী শিক্ষিকা মোছা. ফাতেমা মনছুরা সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

আলোচনা সভা শেষে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ধর্ম) আব্দুল আজিজ’র পরিচালনায় একাত্তরের পঁচিশে মার্চের নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news