ডোমারে ডায়াবেটিক সমিতির ভিত্তিপ্রস্তর স্থাপন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৪ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমারে ডায়াবেটিক সমিতির ভিত্তিপ্রস্তর স্থাপন

নীলফামারীর ডোমারে জেলা পরিষদের উদ্যোগে ডায়াবেটিক সমিতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩শে মার্চ) বিকালে উপজেলার বাটার মোড় সংলগ্ন ডোমার ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সুধী সমাবেশের প্রধান অতিথি হিসেবে ডায়াবেটিক সমিতির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন—নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন। এতে সভাপতিত্ব করেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, ডোমার নাট্য সমিতির সভাপতি সহিদার রহমান মানিক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ময়নুল হক মনু, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মো. আল-আমিন রহমান, ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান সোহাগ প্রমূখ।

ডোমার ডায়াবেটিক সমিতির ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ শেষে উপজেলার ১৩ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে জেলা পরিষদ কর্তৃক হুইল চেয়ার প্রদান করা হয়।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news