নড়াইলে জনস্থানে নারীর নিরাপত্তা ক্যাম্পেইন ও নিরপাদ হোক নারীর পথচলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১২ মার্চ, ২০২২, ২ years আগে

নড়াইলে জনস্থানে নারীর নিরাপত্তা ক্যাম্পেইন ও নিরপাদ হোক নারীর পথচলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নড়াইল ভলান্টিয়ার্সের আয়োজনে শনিবার দুপুরে শহরের চিত্রা রিসোর্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর(এপিপি) ও দৈনিক ওশান সম্পাদক ও অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী।

এসময় মূল বক্তব্য উপস্থাপন করেন, নড়াইল ভলান্টিয়ার্সের সভাপতি শফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন নড়াইল ভলান্টিয়ার্স সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, অফিস কো-অরডিনেটর নাজমিস সাকিব সিয়াম, প্রোজেক্ট কো-অরডিনেটর শুভদীপ বিশ্বাস, সদস্য রাতুল হাসান, পার্থ বিশ্বাস, আয়েশা সিদ্দিকী মিম, সদস্য নাজমুস নাহার, সদস্য রেজওয়ান খান, সদস্য নাহিদ খশরু প্রমূূখ।

এসময় বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ নাঈমুর রহমান ফিরোজ, কাজী হাফিজুর রহমান, হাফিজুর রহমান,হাফিজুল নিলু অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, আসাদ রহমান, ফরহাদ খান প্রমূখ। সভায় ১৫ জন গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।

নড়াইল ভলান্টিয়ার্সের সভাপতি শফিকুল ইসলাম মূল বিষয় উপস্থাপন কওে জানান, জনস্থান ও অন্যান্য জায়গায় নারী ও কন্যা শিশুদের উপর যৌন হয়রানি ও নানাবিধ যৌন সহিংসতা বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কোভিড-১৯ মহামারীর সময়টাতে নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও নানা ধরনের নিপীড়ন এবং যৌন হয়রানি বা সহিংসতার শিকার হচ্ছে। যা নারীর পূর্ণ সম্ভাবনা এবং জীবনের সবক্ষেত্রে অংশগ্রহণকে বাধাগ্রস্থ করছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৮.২ এবং ৩৫ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রীয় ও জনজীবনের সবক্ষেত্রে নারীদের সমান অধিকার এবং চলাফেরার স্বাধীনতার নিশ্চয়তা দেয়া হয়েছে। জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ অনুযায়ী শ্রমবাজার ও কর্মক্ষত্রে সমান অধিকারসহ সব ধরনের জাতীয় অর্থনৈতিক কর্মকান্ডে নারীর সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

তবে প্রতীয়মান যে, জনস্থানে নারী ও কণ্যা শিশুদের ওপর হয়রানি বন্ধে বিদ্যামান আইন ও নীতিমালা গুলো যথেষ্ট নয়। অনলাইন প্লাটফর্ম সহ জনস্থানসমূহ নারীদের জন্য আরও নিরাপদ ও স্বস্তিকর করতে পর্যাপ্ত, সম্মিলিত ও সমন্বিত পদক্ষেপ নেয়া প্রয়োজন।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (UNDP) এর তরুণদের প্লাটফর্ম ইয়াং বাংলা, ইউনাইটেড নেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম (টঘউচ) এর মানবাধিকার কর্মসূচী (HRC) এবং জাতীয় মানবাধিকার কমিশন জনস্থানে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি সমন্বিত সচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালনা করছে। জনস্থানে নারীর নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনসহ তরুণ সমাজ ও নাগরিকদের ধারণা, দৃষ্টিভঙ্গি ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনা এর অন্যতম লক্ষ্য। এই ক্যাম্পেইনের লক্ষ্য হলো নারীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নীতিমালার সীমাবদ্ধতা চিহ্নিত করে তা নীতি নির্ধারকদের জানানো যাতে নীতি নির্ধারণী পর্যায়ে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া যায়। যার ধারাবাহিকতায় গত এক বছর ১০ টি (দশ) যুব সংগঠন ১০ টি (দশ) জেলায় ক্যাম্পেইনটি পরিচালনা করছে।

ক্যাম্পেইনটি যথাক্রমে ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, পটুয়াখালি, চট্রগ্রাম, রাঙামাটি, খুলনা, নড়াইল, নাটোর এবং বগুড়া জেলায় পরিচালিত হচ্ছে।

নড়াইল জেলায় এই ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সংগঠিত করা, জেলা পর্যায়ে কর্মশালার আয়োজন করা, বাস্তবতার নিরিখে ক্যাম্পেইন পরিচালনার জন্য অংশগ্রহণমূলক পরিস্থিতি পর্যবেক্ষণ করা, যুব সংগঠন, গণমাধ্যম কর্মী, স্থানীয় নাগরিক, পরিবহন খাত ও শপিং মল ও হাটবাজারকে সম্পৃক্ত করে স্থানীয় পর্যায়ে বিভিন্ন অংশীজনের সভা আয়োজন করা, যুব সংগঠনগুলোর মাধ্যমে অংশগ্রহণমূলক বিশ্লেষণ এবং গণ প্রচারাভিযান চালানো হয়। বিগত এক বছরে নড়াইল ভলান্টিয়ার্সের সদস্যরা ক্যাম্পেইন বাস্তবায়নে বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে নড়াইলের বিভিন্ন স্থানে পাঁচটি ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD), তরুণ সংগঠকদের নিয়ে একটি ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ, তিনটি স্টেক হোল্ডার মিটিং আয়োজন করে। এছাড়াও নড়াইলের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ে প্রচার প্রচারণা চালায়।

জনস্থানে নারী ও কন্যা শিশুদের হয়রানি ও সহিংসতা বিষয়ে নিরবতা ভাঙ্গা, সময়ের সাথে সাথে আচরনে ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা, ক্যাম্পেইনে ভূমিকা রাখতে যুব সংগঠনগুলোকে যুক্ত করা, ভুক্তভোগী ও নির্যাতনের শিকার নারীদের সহিংসতা বন্ধে কথা বলতে উৎসাহিত করা, অপরাধীদেরকে দৃঢ় ও সুনির্দিষ্ট বার্তা দেয়া, এবং এই সম্পর্কিত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রচলিত বিধি-বিধানের সাথে সমন্বিত করা এই ক্যাম্পেইনের অন্যতম অর্জন।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news