ডোমার পৌরসভায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৪ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমার পৌরসভায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্ব গাঁথা শীর্ষক আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩রা মার্চ) সন্ধ্যায় ডোমার পৌরভবনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এতে সভাপতিত্ব করেন—ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রেজা, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মিজানুর রহমান জুয়েল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সামসুল হক, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আখতারুজ্জামান সুমন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. অহিদুল ইসলাম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. মিজানুর রহমান তুলু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রুবেল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. কাওছার আলম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ারুল হক, ১/২/৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শাহানাজ পারভীন, ৪/৫/৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা. নাছিমা বেগম, ৬/৭/৮ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা. উম্মে কুলছুম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাংবাদিকগণ।

আলোচনা সভা শেষে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news