ভাওয়াইয়ার বাতিঘর সম্মাননা পেল ডোমারের ‘সপ্তসুর সংগীত একাডেমী’

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৮ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ভাওয়াইয়ার বাতিঘর সম্মাননা পেল ডোমারের ‘সপ্তসুর সংগীত একাডেমী’

আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলন নর্থ আমেরিকা কর্তৃক আয়োজিত ভাওয়াইয়া উৎসব সম্মাননা–২০২১ পেয়েছে নীলফামারীর ডোমারের ‘সপ্তসুর সংগীত একাডেমী’।

রোববার (২৭শে ফেব্রুয়ারী) রংপুরে ভাওয়াইয়ার বাতিঘর শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে দক্ষিণ কামালকাছনার গীদালের আখড়া। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমশের আলী একাডেমীর সহযোগিতায় ভাওয়াইয়ার বাতিঘর সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন—আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলন নর্থ আমেরিকার মহাসচিব নুর ইসলাম বর্ষণ, রেডিও বাংলাদেশের আঞ্চলিক পরিচালক (রংপুর) ড. হারুন অর রশীদ, বিশিষ্ট গীতিকার ও সুরকার ড. নাসিমা, গীদালের আখড়ার সভাপতি খন্দকার মোহাম্মদ আলী সম্রাট প্রমূখ।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও আমেরিকা প্রবাসী নুর ইসলাম বর্ষণের কাছ থেকে ‘সপ্তসুর সংগীত একাডেমী’ এর পক্ষে ভাওয়াইয়ার বাতিঘর সম্মাননা স্মারক গ্রহণ করেন—সপ্তসুর সংগীত একাডেমীর সাধারণ সম্পাদক জয়দেব মোহন্ত।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news