নেত্রকোণায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন

নেত্রকোণা জেলা প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

নেত্রকোণায় জাতীয় বিজ্ঞান  ও প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন

"স্মার্ট ফোনে আসক্তিঃ পড়াশোনায় ক্ষতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও তত্ত্বাবধানে জেলা প্রশাসন নেত্রকোণার উদ্যোগে, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২৬-২৭ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪৩ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক নেত্রকোণা, জনাব কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উন্নত ও আধুনিক বিশ্ব ও দেশ গঠনে বিজ্ঞান চর্চার উপর গুরুত্ব প্রদানের কোন বিকল্প নেই। তবে প্রযুক্তির ভালো দিক গ্রহণ ও মন্দ দিক বর্জনের মধ্য দিয়েই প্রযুক্তির সুফলতা ভোগ করতে হবে।

উক্ত সময়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পত্রিকা একাত্তর/ মোঃ খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news