নড়াইলে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নড়াইল জেলা প্রতিনিধি

২১ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

নড়াইলে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নড়াইলে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। রাত ১২.০১ মিনিটে প্রভাতফেরি ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে দিবসটি পালন কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে নড়াইলে সকল স্তরের সরকারি- বেসরকারি, আধাসরকারি এবং নড়াইলের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা, কবিতা আবৃতি এবং রচনা প্রতিযোগীতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল পালন করা হয়েছে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে, নড়াইলে ৩ কিলোমিটার রাস্তায় পথচিত্র অংকন করা হয়। এছাড়াও সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে নড়াইল ভিক্টোরিয়া কলেজ মাঠ প্রাঙ্গণে লাখো মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ খালিদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news