‘শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগার’ কর্তৃক পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২১ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

‘শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগার’ কর্তৃক পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২২ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে ‘শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগার’ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক ও বই পড়া উৎসব প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১শে ফেব্রুয়ারী) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী। এতে সভাপতিত্ব করেন—শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আওরঙ্গজেব করিম।

এসময় আরও উপস্থিত ছিলেন—শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক মো. আল-আমিন রহমান, নীলশতদল খেলাঘর আসরের সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, পাঠাগারের আজীবন সদস্য ও উদীয়মান তরুণ সমাজসেবক মো. মিজানুর রহমান সোহাগ, পাঠাগারের সহ-সভাপতি মো. হাফিজুর রহমান মন্ত্রী প্রমুখ নেতৃবৃন্দ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রচনা, চিত্রাংকন, বই পড়া, নৃত্য, সঙ্গীত সহ বেশ কয়েকটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতার অংশগ্রহণকারী ও বিচারক মণ্ডলীকে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news