একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা কুবি প্রেস ক্লাবের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২১ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা কুবি প্রেস ক্লাবের

একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব পালন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

২১ ফেব্রুয়ারি রাত ১২.০১ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার এবং সাধারণ সম্পাদক সাফায়িত সিফাতসহ অন্যান্য সদস্যরা যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও তাদের কর্মসূচির মধ্যে ছিল দেয়ালিকা প্রদর্শন। সংবাদ-চিত্রে ভাষা আন্দোলন' শিরোনামে শহীদ মিনারের সামনে একুশের প্রথম প্রহরে দেয়ালিকা প্রদর্শন করা হয়। এই দেয়ালিকা প্রদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ.এম. আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, শিক্ষকবৃন্দসহ আরও অনেকে।

শহিদ দিবস পালন এবং দেয়ালিকা প্রসঙ্গে কুবি প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার বলেন, যে ভাষা শহিদদের রক্তে আমাদের ভাষা মুক্ত হয়েছে তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আজকের আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতির পেছনের ইতিহাসকে তুলে ধরার প্রচেষ্টা থেকেই এই দেয়ালিকার আয়োজন করেছি।'

পত্রিকা একাত্তর/ ইমরান হোসাইন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news